Logo
Logo
×

সারাদেশ

ফতুল্লায় পারিবারিক কলহে প্রবাসীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০১:৪১ পিএম

ফতুল্লায় পারিবারিক কলহে প্রবাসীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে জামাল হোসেন নামে এক সৌদি প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্ত্রী শারমীন আক্তারকে আটক করেছে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তাদের সংসারে দুই মেয়ে ও এক পুত্রসন্তান রয়েছে। সন্তানদের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলে বাসায় থাকেন।

তাদের মেয়ে সামিয়া আক্তার জানান, তিনি মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ভোরে তার ঘুম ভেঙ্গে গেলে সে ডাইনিং রুমের লাইট জ্বালানো দেখতে পান। এরপর লাইট নিভাতে এসে দেখেন তার বাবার মৃতদেহ বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

তিনি জানান, দেড় বছর আগে তার বাবা জামাল হোসেন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। এরপর আর বিদেশে যাননি।

এলাকাবাসী জানান, রক্তাক্ত অবস্থায় জামাল হোসেনকে দ্রুত দাফনের চেষ্টা করেন তার স্ত্রী শারমীন আক্তার। বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে কাফনের কাপড়ে জড়ানো লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের মাথার তালুতে দুটি ধারালো ছুরিকাঘাত দেখেছেন অনেকেই। এলাকাবাসীর ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মাথায় দুটি রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি রহস্যজনক মনে হলে নিহত জামাল হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত পরে জানানো হবে।

 

নারায়নগঞ্জ প্রবাসী হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম