Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৪:০৭ পিএম

দুর্গাপুরে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ডা. মেহেদী হাসান ও ডা. সৌরভের রুমে এ ঘটনা ঘটে। 

ডা. মেহেদী যুগান্তরকে বলেন, তিনি সকালে ডিউটি করার উদ্দেশে ঘরের দরজায় তালা দিয়ে হাসপাতালে যান। কিছুক্ষণ পর পাশের রুমে থাকা ডা. সৌরভ মোবাইল ফোন আনার জন্য হাসপাতাল থেকে রুমে গিয়ে দেখতে পান তার ও আমার রুমের দরজা খোলা।

তিনি বলেন, ডা. সৌরভ তার রুমে প্রবেশ করে দেখতে পান তার মোবাইল ফোন নেই। সঙ্গে সঙ্গে তিনি আমাকে খবর দেন। আমি গিয়ে দেখি- রুমের দরজার তালা খোলা। ওয়্যারড্রপের ড্রয়ার খোলা এবং ড্রয়ারের ভেতরে রাখা নগদ ২৭ হাজার টাকাসহ আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি ডায়মন্ডের রিং চুরি হয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ দুর্গাপুর থানা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম