Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জের ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১২:৪৭ পিএম

মানিকগঞ্জের ৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের সদর, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুগান্তর

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের সদর, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও একজন শিক্ষকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এর আগে ঘিওর, সাটুরিয়া ও হরিরামপুর এ তিনটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে।

মানিকগঞ্জ বিদ্যুত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম