Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুর মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০২:২৩ পিএম

ফরিদপুর মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

ফরিদপুর মেডিকেল কলেজে (ফমেক) স্থাপিত করোনা ল্যাবের পিসিআর মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে সাময়িক বন্ধ রয়েছে। বৃহস্পতিবার পিসিআর মেশিনটির সমস্যা দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়। 

গত বৃহস্পতিবার পর্যন্ত পিসিআর মেশিনটির মাধ্যমে মোট ২৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৩৩৫ জনের পজিটিভ এবং ১৬ হাজার ৬৭০টি রিপোর্ট নেগেটিভ আসে। বাকিগুলো ইনভেলিড হয়। 

পিসিআর মেশিনটির সমস্যার কারণে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী জেলাসহ আশপাশ জেলার রোগীদের করোনাভাইরাস পরীক্ষা বন্ধ রাখা হয়। তবে এসব জেলার করোনার পেন্ডিং নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পিসিআর মেশিনটির ত্রুটি মেরামত না করা পর্যন্ত করোনার নমুনা ঢাকা থেকে পরীক্ষা করা হবে।

এ বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান বলেন, বৃহস্পতিবার হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়ায় পিসিআর মেশিনটি বন্ধ রাখা হয়েছে। ঢাকায় খবর পাঠানো হয়েছে। শনিবার ঢাকা থেকে এক্সপার্ট এসে মেশিনটি ঠিক করার পর পুনরায় পরীক্ষা শুরু হবে। এছাড়া আমাদের হাতে করোনার যেসব সংগ্রহকৃত নমুনা ছিল তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

ফরিদপুর করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম