২১ আগস্টের শহীদদের স্মরণে মেঘনায় ছাত্রলীগের আলোচনা সভা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ০৩:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে কুমিল্লার মেঘনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা বাসস্ট্যান্ডে গত বুধবার বেলা ১১টার দিকে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মুজিবুর রহমান মুজিব, মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তার ।
