Logo
Logo
×

সারাদেশ

ভ্যান, সেলাই মেশিন ও ছাগল উপহার দিল বিজিবি

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১১:৫৬ এএম

ভ্যান, সেলাই মেশিন ও ছাগল উপহার দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বৈদ্যুতিক ভ্যান, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে আনুষ্ঠাকিভাবে তাদের হাতে ওইসব সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মাসুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক।

অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে একজনকে একটি বৈদ্যুতিক ভ্যান দেয়া হয়। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে দুই পরিবারকে দুটি সেলাই মেশিন ও আরও ২ পরিবারকে দুটি করে ৪টি ছাগল দেয়া হয়।

অনুষ্ঠানে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের নিম্ন আয়ের মানুষকে সঠিকভাবে আয়ের ব্যবস্থা করে দিয়ে সীমান্তে চোরাচালান কমে আসবে। তিনি অর্থায়নের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

শিবগঞ্জ বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম