Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ এএম

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

ফাইল ছবি

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ লালন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক লালনের বাড়ি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কালাম।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দুপুরে র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেফতার লালনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাওব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

রাজশাহী র‌্যাব আটক অস্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম