Logo
Logo
×

সারাদেশ

কুমার নদে মিলল বস্তাবন্দি গলিত লাশ

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৫:০০ পিএম

কুমার নদে মিলল বস্তাবন্দি গলিত লাশ

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাতনামা এক পুরুষের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্বপাশে কুমার নদের পাড়ে কচুরিপানার মধ্যে থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়রা ওই স্থানে বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা পুরুষের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, বস্তাবন্দি একটি গলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে গুম করার জন্য বস্তায় বন্দি করে নদীতে ফেলে দেয়। তবে তার পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম