নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: নিহতের পরিবার ২০ হাজার টাকা করে পাবে
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে ক্ষতিপূরণ দেয়া হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন শনিবার সকালে এ ঘোষণা দেন।
সদর উপজেলার প্রকল্প পরিচালক (পিআইও) মো. আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, হাসপাতাল থেকে লাশ আনা ও দাফনের জন্য নিহতের পরিবারকে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদান হিসেবে এ অর্থ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ১১ জন মারা গেছেন।
