Logo
Logo
×

সারাদেশ

বিরলে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০১:৫৬ পিএম

বিরলে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দিনাজপুরে বিরলে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিল বের হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

পরে কার্যালয়ের সামনেই পথসভার মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিএনপি।

এরপর তারা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জিন্নাত আরা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, দফতর সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, মহিলা দলের সম্পাদিকা জেবুন নাহার, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আশাদুল হক হিরা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা পুলিশ মিছিল করতে না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

কালো পতাকা মিছিল বিএনপি পুলিশ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম