মায়ের সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৪ পিএম
মৌলভী বাজার
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের জুড়ীতে মায়ের সাথে অভিমান করে এক পুত্র বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ময়না মিয়ার পুত্র রায়হান মিয়া (২০) গৌরীপুর গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে থাকত এবং নির্মাণ শ্রমিকের কাজ করত। শনিবার বিকেলে বিভিন্ন কারণে মা তাকে বকাঝকা করেন। এতে মায়ের সাথে অভিমান করে সে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশেই কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় রাত ৮টা ২০ মিনিটে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের সিরাই মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধ পারিবারিক অশান্তিতে বিষপানে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।
