১০০ টাকার জন্য মায়ের আত্মহত্যা!
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কাছে ১০০ টাকা চেয়ে না পাওয়ায় ফাঁস দিয়ে মা হাসিনা বেগম (৫০) আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে পৌর শহরের কুমারপাড়ার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসিনা ওই এলাকার মৃত হানিফ মিয়ার স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মেজো ছেলে হেলিমের কাছে ১০০ টাকা চায় মা হাসিনা বেগম। ছেলে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তিনি ছেলের সঙ্গে অভিমান করে নিজ ঘরে চলে যান। সকালে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন ছেলেরা।
পরে ঘরের পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাসিনার নিথর দেহ ঝুলে থাকতে দেখেন তারা। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী যুগান্তরকে জানান, টাকা চেয়ে না পাওয়ায় ছেলের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
