Logo
Logo
×

সারাদেশ

জানাজায় দাঁড়িয়েই কৃষকের মৃত্যু

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬ পিএম

জানাজায় দাঁড়িয়েই কৃষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাজায় গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে জানাজা শুরুর মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

মৃত কৃষক শরিফুল ইসলাম (৫০) বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের জলিল মোল্যার ছেলে।

জানাজায় অংশগ্রহণকারী ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের জানাজায় অংশগ্রহণের জন্য শরিফুল ওজু করে আমার পাশে কাতারে দাঁড়ান। হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাক আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগেই শরিফুলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম