কুমিল্লায় গাঁজা ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় গাঁজা ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর নাজমুছ সাকিব জানান, বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ফেনসিডিলসহ জেলার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত মুনছুর আলী বেপারীর ছেলে ইব্রাহিম খলিল (২৩), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. সজিবকে (১৯) গ্রেফতার করা হয়।
তিনি জানান, অপর অভিযানে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিলসহ জেলার সদর দক্ষিণ উপজেলার বোয়ালমতন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শরিফ (৩০) এবং জেলার আদর্শ সদর উপজেলার মুরাদপুর গ্রামের মো. এরশাদের ছেলে মো. শামীমকে (২০) গ্রেফতার করা হয়।
