Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে সদর পর্যন্ত ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।

জানা গেছে, মহাসড়ক ও গোড়াই-সখীপুর সড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়তে থাকে দুপুরের পর থেকে। এছাড়া মহাসড়কের গোড়াই এলাকায় খানাখন্দ রয়েছে।

মহাসড়কের গোড়াই-সখীপুর এলাকায় যানবাহন পৌঁছালে গতি কমে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

যানজট একপর্যায়ে উপজেলা সদরের পোস্টকামুরী পর্যন্ত আসে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।  এছাড়া যানবাহন বিকল হয়ে পড়ে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কের গোড়াই নামক স্থানে খানাখন্দ রয়েছে। হাইওয়ে পুলিশ একাধিকবার ইট ফেলে ভরাট করেছে। যানবাহনের চালকরা ওই স্থানে এসে গতি কমিয়ে দেয়।

তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তীব্র যানজট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম