ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ এএম
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধারা নিন্দা ও প্রতিবাদ ।
|
ফলো করুন |
|
|---|---|
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধারা নিন্দা ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন।
রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা চত্বরে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, নাটোর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, আব্দুর রাজ্জাক খান, বাগাতিপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সম্পাদক কমরেড আব্দুল করিম।
বক্তারা হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
