Logo
Logo
×

সারাদেশ

চ্যালেঞ্জের মুখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৬ এএম

চ্যালেঞ্জের মুখে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

ছবি: যুগান্তর

দফায় দফায় ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট।

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটটি এখন যাত্রীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অনেকটা। ভোগান্তির অপর নাম এখন লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার দুদিন পর আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার সকালে বিআইডব্লিউটিসির সহব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহাম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মায় নাব্যতা সংকটের কারণে রোববার বিকাল থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ফেরি চলাচল করছিল। তবে ফেরি ছাড়া অন্যান্য নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নাব্যতা সংকটের কারণে পদ্মায় ফেরি চলাচল করা বেশ কঠিন হয়ে পড়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর এ কারণে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস।

৯ দিন ড্রেজিং করে সচল করা হয় ফেরি চলাচলের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলটি।

শনিবার পর্যন্ত ১ ও ২ নম্বর ঘাট দিয়ে কে-টাইপ ও মিডিয়াম টাইপের ৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপারের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কিন্তু এবার তাও বন্ধ হয়ে গেল।

সোমবার মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হেলালউদ্দিন জানান, দীর্ঘ দিন ফেরি সার্ভিস বন্ধ থাকার পর গত শুক্র ও শনিবার ৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হয়েছে।  

রোববার একটি ফেরি লোড নিয়ে শিমুলিয়াঘাট থেকে ছেড়ে পথিমধ্যে লৌহজং টার্নিং চ্যানেলে আবারও নাব্যতা সংকটের কারণে চলাচলে বাধার সৃষ্টি হয়। এ অবস্থায় সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শিমুলিয়াঘাট এলাকায় দুই শতাধিক ছোট-বড় পণ্যবাহী গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

মুন্সিগঞ্জ ফেরি স্রোত চ্যালেঞ্জ শিমুলিয়া কাঁঠালবাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম