ভাঙ্গায় নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদীতে গোসলে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সোরহাব মোল্লা (৭০)।
রোববার রাতে উপজেলার চৌধুরীকান্দা গ্রামে কুমার নদীতে প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরি দল।
নিহত সোরহাব মোল্লা ওই গ্রামের মৃত্যু মুনসুর হক মোল্লার ছেলে।
ভাঙ্গা ফায়ার স্টেশন লিডার আবু জাফর সিদ্দিক জানান, রোববার দুপুরে সোরহাব ও তার স্ত্রী বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। তার স্ত্রী গোসল শেষে বাড়িতে ফিরে যান।
অনেকক্ষণ সোরহাব বাড়িতে ফিরে না আসায় পুনরায় পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোরহাবের নিখোঁজের ঘটনার বিষয়ে এলাকায় জানাজানি হলে ভাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতে সোরহাবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরে স্থানীয় কমিশনার ও পরিবারের কাছে মহদেহটি হস্তান্তর করা হয়।
