Logo
Logo
×

সারাদেশ

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে জরিমানা

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৯ এএম

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা ও পৌরসভার শহরের রোড এলাকায় বিসিক সমবায় পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার আবদুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পেঁয়াজ দাম ঠাকুরগাঁও বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম