Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে গলায় রশি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৮ পিএম

নড়াইলে গলায় রশি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের আবুল কাসেম মোল্যার স্ত্রী মোসা. মাখেরা  বেগম (২৫) নিজগৃহের আড়ার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে তার বাবা কাওছার কাজীর দাবি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মাখেরা বেগম আত্মহত্যা করে।

জানা যায়, ১৪-১৫ বছর আগে সামাজিকভাবে মাখেরার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৪ ও ২ বছরের দুটি কন্যাসন্তান আছে। এমনকি মৃত্যুকালে মাখেরা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে তার বাবা কাওছার কাজী জানান । 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মৃত মাখেরার গলায় দাগের চিহ্ন আছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। থানায় একটা অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
 

নড়াইল গৃহবধু আত্নহত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম