Logo
Logo
×

সারাদেশ

সোনামসজিদে বিদেশি মদসহ গ্রেফতার ৩

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১ এএম

সোনামসজিদে বিদেশি মদসহ গ্রেফতার ৩

ছবি: যুগান্তর

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশি মদসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোশাররফ হোসেনের ছেলে মাসুম আহম্মেদ রাজু (২২), মগলু মিয়ার ছেলে শামীম হোসেন (২২) ও মৃত সালাম মিয়ার ছেলে মো ছামির (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যামব জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের ছোট সোনামসজিদ এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল বিদেশি মদসহ হাতেনাতে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ আটক মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম