সিদ্ধিরগঞ্জে তিন শিক্ষার্থীর পাশে নাসিক কাউন্সিলর খোরশেদ
টাকার অভাবে পড়ালেখা বন্ধ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাকার জন্য পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া সিদ্ধিরগঞ্জের তিন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন নাসিকের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার দুপুরে শহরের মাসদাইর এলাকায় সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তিন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন কাউন্সিলর খোরশদ ও তার সহধর্মিণী আফরোজা খন্দকার লুনা।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু এবং সাংবাদিক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
টাইম টু গিভ এবং নূর সুফিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে তাদের পড়ালেখা চালিয়ে যেতে যে কোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিলর খোরশেদ।
