ছাগলের ঘাস খাওয়া কেন্দ্র করে মেম্বারকে হাঁসুয়ার কোপ, নারী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:৫০ পিএম
নাটোর
|
ফলো করুন |
|
|---|---|
লালপুরের চকবাদকয়া গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ইউপি মেম্বারকে হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক নারী। মেম্বারের অভিযোগে ওই নারীকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের চকবাদকয়া গ্রামের দিনমজুরের স্ত্রী (৪৫) বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে গেলে একই গ্রামের বাসিন্দা ও ইউপি মেম্বার দেলবার হোসেন নিষেধ করলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে কোপ দিলে মেম্বারের পায়ে লেগে জখম হয়ে লালপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
মেম্বার পক্ষের লোকজনের দাবি, মাঠের জমিতে গরুর ঘাস লাগানো আছে, এই ঘাস ওই নারী ছাগল দিয়ে খাওয়ালে তার প্রতিবাদ করায় তাকে হাঁসুয়া দিয়ে কোপ দেয়া হয়েছে। এ ব্যাপারে ইউপি মেম্বার দেলবার হোসেন লালপুর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করেছে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ওই নারীকে গ্রেফতার করে সোমবার সকালে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
