Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:২৩ এএম

গোপালগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ৮ মাসের শিশুসন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসী গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশুসন্তান আলী কাজী।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রকাশ বোস জানান, নিহত গৃহবধূ তার শিশুসন্তানসহ একটি অটোভ্যান করে বাবার বাড়ি উপজেলার ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসী গ্রামে যাচ্ছিলেন।

মিল্টন বাজার এলাকায় পৌঁছলে কাশিয়ানীর ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু আলী নিহত হয় এবং মীরা বেগম গুরুতর আহত হন।

আহতাবস্থায় স্থানীয়রা মীরা বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ বাসচাপা মা ছেলে নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম