Logo
Logo
×

সারাদেশ

ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫০ পিএম

ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা-হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিপন মাহমুদ, সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিব প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সদস্য আলী হোসেন, জহিরুল ইসলাম, বশির উদ্দিন, তারেক আহমেদ, তোফায়েল আহমদ, আক্তার হোসেন, মুস্তাক আহমদ, ফয়সাল আহমদ, লুৎফর রহমান, সাহাদত আহমদ, আব্দুল গাফ্ফার প্রমুখ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে; যা ক্ষমতাসীন দলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ছাত্র অধিকার পরিষদ ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তা স্তব্ধ করার জন্য সরকার মামলা-হামলা দিয়ে জনগণের স্বপ্নের সঙ্গে বেইমানি করে চলেছে। কোনো ষড়যন্ত্রই ভিপি নুর তথা ছাত্র অধিকার পরিষদকে ঘায়েল করতে পারবে না।

ডাকসু ভিপি বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম