Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-নেত্রকোণা-মোহনগঞ্জ রুটে নতুন আন্তঃনগর ট্রেন

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৬ পিএম

ঢাকা-নেত্রকোণা-মোহনগঞ্জ রুটে নতুন আন্তঃনগর ট্রেন

সড়ক পথের যাত্রীচাপ কমাতে ও দুর্ঘটনা রোধে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হল মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি লাল সবুজের নতুন আন্তঃনগর ট্রেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা বড় স্টেশনে এসে পৌঁছে লাল সবুজের এই ট্রেন।

প্রধানমন্ত্রীর এই উপহার নিয়ে ট্রেনে করে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আন্তঃনগর এ ট্রেনটি ব্র্যান্ড নিউ ইন্দোনেশিয়ার তৈরি লাল-সবুজের রেকার দিয়ে। স্পেয়ার রেকসহ মোহনগঞ্জ এক্সপ্রেস মোট ১৭টি বগি নিয়ে নিয়মিত ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৭টায় মোহনগঞ্জ পৌঁছে।

নেত্রকোণা বড় স্টেশনের স্টেশন মাস্টার রাফি উদ্দিন জানান, এ ট্রেনটি যুক্ত হওয়ায় সড়কপথে যাত্রীদের চাপ কমবে। রেলপথে আরামদায়ক ভ্রমণে আগ্রহ বাড়বে হাওরাঞ্চলের মানুষের।

নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী নেত্রকোনার মানুষকে ভালবেসে এই ট্রেন উপহার দিয়েছেন। এর সুফল এ অঞ্চলের মানুষ ভোগ করবে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের মানুষকে ভালবাসেন। তাই তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, অর্থনৈতিক জোনসহ অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরেকটি সর্বাধুনিক আন্তঃনগর ট্রেন দিয়েছেন এই অঞ্চলের মানুষকে। ট্রেনে চলাচল করলে সড়ক পথে চাপ কমবে, দুর্ঘটনাও কমবে।

সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালি বলেন, এই রেলপথে দুটি আন্তঃনগরসহ তিনটি ট্রেন নিয়মিত চলাচল করবে। রেলওয়ে স্টেশনের প্লাটফর্মগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে। পার্শ্ববর্তী ভারতের মতো রেল লাইনে গতি আনা হচ্ছে।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম