মঠবাড়িয়ায় ব্রিজের পাশে নারীর সন্তান প্রসব
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি ব্রিজের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী (পাগলী) একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের বড় ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন পাগলীর সন্তান প্রসবে সহযোগিতা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ওই পাগলী নারী গত দুই দিন আগে মিরুখালী বাজারে আসে। তার কথাবার্তা অসংলগ্ন। বিভিন্ন সময় ভিন্ন কথা বলে। একবার বলে তার স্বামীর নাম পরিমল, আবার বলে শিবুর বাবা, পিংকুর বাবা। শিশুটির বাবার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ওই পাগলী ও তার নবজাতক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।
