Logo
Logo
×

সারাদেশ

তানোরে খাদ্য নিয়ন্ত্রকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪০ পিএম

তানোরে খাদ্য নিয়ন্ত্রকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী

রাজশাহীর তানোরে আলোচিত ৬০ টন ধান আত্মসাতের ঘটনার ৬ মাস পর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। উপজেলার কামারগাঁ সরকারি খাদ্যগুদামের খাদ্য নিয়ন্ত্রকসহ চারজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা এ মামলা দায়ের করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর রাজশাহী জেলা দুদকের উপ-সহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবী বাদী হয়ে জেলা দুর্নীতি দমন কমিশনে মামলাটি দায়ের করেন। বৃহ্স্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। 

মামলার আসামিরা হলেন- তানোর উপজেলার খাদ্য কর্মকর্তা আলাউল কবির, কামারগাঁ খাদ্যগুদামের ওই সময়ের উপ-খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) নয়ন কুমার, সহকারী উপ খাদ্য পরিদর্শক আজিজুর রহমান, নিরাপত্তাকর্মী কুরবান আলী।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, অনিয়ম-দুর্নীতি করে ৬০ টন ধান, (যার সরকারি মূল্য ১৫ লাখ ৬০ হাজার ২৬০ টাকা) ও খালি বস্তা ৩ হাজার ৩৪৬টি (যার সরকারি মূল্য ২লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা) আত্মসাতের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর জেলা দুদকের উপসহকারী পরিচালক কামিয়াব আফতাহি উন নবী বাদী হয়ে জেলা দুর্নীতি দমন কমিশনে মামলাটি করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ কামারগাঁ খাদ্য গুদামে ওসি এলএসডি নয়ন কুমার মজুদকৃত গুদামের ধানের মধ্যে ৬০ টন ধান অন্যত্র বিক্রি করে দেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তৎকালীন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নির্দেশে রাজশাহী জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ও জেলা কারিগরি খাদ্যপরির্দক সিহাবুল ইসলাম কামারগাঁ খাদ্যগুদামে পরিদর্শন করে আত্মসাতের প্রমাণ পান।

আত্মসাতের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে জেলা প্রশাসক তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোকে ঘটনাস্থলে গিয়ে কামারগাঁ খাদ্যগুদাম সিলগালা করার নির্দেশ দেন। পরে বিষয়টি রাজশাহী জেলার দুর্নীতি দমন কমিশন তদন্ত করে সত্যতা পেলে ওই চার জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এ নিয়ে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ধান ও খালি বস্তা আত্মসাতের দায়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরো কিছু তদন্ত বাকি আছে। এরপর তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।
 

চাল বস্তা দুদক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম