চোরের ছুরিকাঘাতে প্রবাসী যুবকের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চোরের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৩৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া ওই গ্রামের মৃত গনি হাজীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি সৌদি প্রবাসী ছিলেন। ৬ মাস আগে তিনি দেশে আসেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর বাড়ির ভেতরে ঢুকে। সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় হাতাহাতির একপর্যায়ে ওই চোরের সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় চোর।
মুমূর্ষু অবস্থায় সোহাগকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সোহাগ মিয়া মারা যায়।
নিহতের বড় বোন নাজমা বেগম বলেন, চোর-চোর বলে ধাওয়া করে এক যুবককে ধরে ফেলেন আমার ভাই। এসময় চোরের হাতে থাকা ছুরি দিয়ে আমার ভাইকে কুপিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, ঘটনাটি শুনেছি। ধারণা করা হচ্ছে সে চুরি করতে এসেছিল। পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে কিন্তু বিষয়টি সন্দেহজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
