Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১ এএম

দিনাজপুরে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার দিনগত রাতের কোনো এক সময় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), তার স্ত্রী সারজানা (২৫) এবং দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। 

পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু যুগান্তরকে জানান, স্বপন পেশায় একজন ভ্যানচালক। রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় তার পুরো পরিবার ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গতকাল দিনে রাতে-রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়েছে।

মাটিচাপা মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম