Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর সহযোগিতায় মুরাদনগরের উন্নয়ন করতে পেরেছি: ইউসুফ আব্দুল্লাহ হারুন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:১৯ পিএম

প্রধানমন্ত্রীর সহযোগিতায় মুরাদনগরের উন্নয়ন করতে পেরেছি: ইউসুফ আব্দুল্লাহ হারুন

১৩০ জন অসহায় প্রান্তিক জনগোষ্ঠী ও ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ এবং কৃষকদের মাঝে বীজ বিতরণকালে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সুদৃষ্টি এবং সার্বিক সহযোগিতায় মুরাদগরে ব্যাপক উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচন করতে সক্ষম হয়েছি। ইতোপূর্বে প্রধানমন্ত্রী মুরাদনগরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। সব শ্রেণির মানুষের শান্তিপুর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমার লক্ষ্য। 

রোববার কুমিল্লার মুরাদনগরে ১৩০ জন অসহায় প্রান্তিক জনগোষ্ঠী ও ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ এবং কৃষকদের মাঝে বীজ বিতরণকালে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এসব কথা বলেন। 

এর আগে উপজেলার বাখরাবাদ এলাকায় একটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন এবং কবি নজরুল মিলনায়তনে আইনশৃঙ্খলা সভা এবং মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউসুফ হারুন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ইউএনও অভিষেক দাশ, এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল, ওসি কারুজ্জামান তালুকদার, নাহিদ আহাম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।
 

কুমিল্লা মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম