Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটূক্তি, ববি শিক্ষার্থীকে শোকজ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৪:৪৪ পিএম

বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটূক্তি, ববি শিক্ষার্থীকে শোকজ

ফেসবুকে বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে কটূক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. খালিদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে নোটিশে। এছাড়া পুরো বিষয়টি নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ নিশ্চিত করেন।

প্রক্টর জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নোটিশের জবাব দিতে হবে।

অন্যদিকে বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনজুর আহমেদ ও আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার।

কমিটির সদস্যরা আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্তমূলক প্রতিবেদন তৈরি করবেন। অভিযুক্ত খালিদ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কর্মী এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৫ সেশনের শিক্ষার্থী।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম