Logo
Logo
×

সারাদেশ

একা পেয়ে ৪ বছরের শিশুকে নিপীড়ন, গ্রেফতার ১

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৮:১৩ এএম

একা পেয়ে ৪ বছরের শিশুকে নিপীড়ন, গ্রেফতার ১

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চার বছরের একটি শিশুকে নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে ওই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেছেন। পরে সকালেই তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলার মোগড়া ইউনিয়নের আক্তারুজ্জামানের ছেলে।

ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকালে মোগড়া মধ্যপাড়ায় হুমায়ুনের দোকানে চকোলেট কিনতে যায় মেয়েটি। এসময় হুমায়ুন কবির শিশুটিকে একা পেয়ে তার দোকানেই নিপীড়ন করে।

তবে হুমায়ুন কবিরের পরিবারের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি ছোট্ট এই শিশুর সঙ্গে এমনটি কিছুতেই করতে পারেন না। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছে হুমায়ুনের পরিবার।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুল উল আলম যুগান্তরকে বলেন, ওই শিশুর মা শনিবার সকালে থানায় মামলা করেছেন। সকালেই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আখাউড়া শিশু নিপীড়ন মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম