কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট সংগঠনের যাত্রা শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১২:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ক্যাডেটদের নিয়ে যাত্রা শুরু করল কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স ক্যাডেট সংগঠন।
শুক্রবার কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণরূপ পেয়েছে সংগঠনটি। সকালে মাস্ক বিতরণ, র্যালি এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাবেক ক্যাডেটরা দিনব্যাপী আনন্দময় সময় কাটান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ক্যাডেট ও অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর আবদুল হাফিজ (বিটিএফও), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রফেসর মোস্তাক আহমেদ (বিটিএফও), লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিলকিস বেগম (বিটিএফও), ভিক্টোরিয়া কলেজের সাবেক ক্যাডেট মোহাম্মদ জাহাঙ্গীর, ভিক্টোরিয়া কলেজের সাবেক ক্যাডেট অধ্যক্ষ শফিকুর রহমান, ময়নামতি রেজিমেন্টের সাবেক রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর (অব.) হাবিবে খোদা, ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক লেফটেন্যান্ট ফিরোজ আলম (বিটিএফও), ভিক্টোরিয়া কলেজের এক্স-ক্যাডেট মো. শাহজাহান সিরাজসহ শতাধিক এক্স-ক্যাডেট।
এ অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক্স-ক্যাডেট ফরিদ উদ্দিন সিদ্দিকীর সুস্থতার জন্য দোয়া করা হয় এবং ৭ জন এক্স-ক্যাডেটকে আজীবন সম্মাননা দেয়া হয়।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ২৩ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি সংগঠনের প্রথম কার্যকরী কমিটি, ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
