বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: ইবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১২:০৪ পিএম
রোববার ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও শাপলা ফোরাম পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও শাপলা ফোরাম পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিল শেষে প্রধান ফটকসংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে প্রতিবাদ সভা করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ও কর্মকর্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে দুপুর ১২টার দিকে শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ব্যানারে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
