বরিশালে প্রথম বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন
বরিশাল ব্যুরো
০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫১:২০ | অনলাইন সংস্করণ
বরিশাল বিভাগের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল হোসেন তাপস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল নগরীর কালিজিরা এলাকায় হাসপাতাল এবং মেডিকেল কলেজের জন্য ১২ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সেখানে আড়াইশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের কার্যক্রম চলছে।
ছয় তলা বিশিষ্ট দুটি ভবনে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া সেখানে আলাদাভাবে পুকুর, খেলার মাঠ, প্রার্থনার স্থান, আবাসিক হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে এটিই হবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এমনটিই জানিয়েছেন এই পরিচালক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে প্রথম বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন
বরিশাল বিভাগের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল হোসেন তাপস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল নগরীর কালিজিরা এলাকায় হাসপাতাল এবং মেডিকেল কলেজের জন্য ১২ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সেখানে আড়াইশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের কার্যক্রম চলছে।
ছয় তলা বিশিষ্ট দুটি ভবনে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া সেখানে আলাদাভাবে পুকুর, খেলার মাঠ, প্রার্থনার স্থান, আবাসিক হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে এটিই হবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এমনটিই জানিয়েছেন এই পরিচালক।