Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে খুকৃবিতে মানববন্ধন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে খুকৃবিতে মানববন্ধন

কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে হামলার ঘটনায় নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভাস্কর্য স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) দৌলতপুরের অস্থায়ী ক্যাম্পাসে বুধবার বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘নীল দল’।

নীল দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশিকুল আলমের সভাপতিত্বে নীল দলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান। 

মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জল কুমার নাথ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাহান আইরিন, প্রভাষক ডা. সাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক ডা. মো. জান্নাত হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

কুষ্টিয়া খুকৃবি ভাস্কর্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম