৫০০ পরিবারে খাবার ও শীতবস্ত্র দিলেন আজিজুল হাকিম ও জিনাত হাকিম

 গোয়ালন্দ (রাজবাড়ী)  প্রতিনিধি 
১৪ ডিসেম্বর ২০২০, ১০:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যনির্মাতা জিনাত হাকিমের উদ্যোগে গোয়ালন্দের হতদরিদ্র অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় স্থানীয় সাহাজদ্দিন মণ্ডল ইন্সটিটিউট প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

নাট্যনির্মাতা জিনাত হাকিম বলেন, দেশে চলতি বছর মার্চ মাস থেকে করোনা মহামারী মোকাবেলায় লকডাউনে অনেক লোক কর্মহীন হয়ে পড়েন। নিম্নআয়ের মানুষের জীবনে নেমে আসে স্থবিরতা। আমার এবং আজিজুল হাকিমের ইচ্ছে ছিল আমার দাদাবাড়ি গোয়ালন্দের মানুষের জন্য কিছু খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করব। তখন বন্যার কারণে আর যাওয়া হয়নি। বন্যায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। পরবর্তীতে আমাদের পরিবারে প্রাণঘাতী করোনা হানা দেয়।

তিনি বলেন, বর্তমানে করোনার প্রকোপ এবং শীতের তীব্রতাও বাড়ছে। তাই স্বজনদের মাধ্যমে গ্রামের ৫০০ পরিবারের কাছে ১টি করে কম্বল ও চাল, ডাল, তেল সাবান, লবণ, সেমাই, দুধ, চিনি ও মাস্ক পৌঁছে দেই। এক্ষেত্রে আমার বোন তানজিলা আফরোজ সুজানা শীতবস্ত্র দিয়ে সহায়তা করে। এ সময় তিনি তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

শীতবস্ত্র ও খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন- সাহাজদ্দিন মণ্ডল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, বিশিষ্ট নাট্যাভিনেতা প্রণব ঘোষ, সঙ্গীতশিল্পী তৌকির আহমেদ প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন