ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বিএডিসির বিজয় দিবস উদযাপন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৯:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছেন বিএডিসির কর্মকর্তা ও কর্মচারীরা।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সর্বস্তরের জনগণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএডিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরউদ্দিন মোল্লাসহ প্রতিষ্ঠানটির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রলালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিএডিসির কর্মকর্তা- কর্মচারীরাও এ সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
