ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ০৫:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশ উপজেলায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারহানা মেহজাবিন (১৫) ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার কর্মী হোসনে আরা বেগমের মেয়ে।
স্থানীয়রা জানায়, নিহত মেহজাবিন ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। শুক্রবার রাতে নিজ বাসার ছাদ থেকে সে লাফ দেয়। পরে আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত ওই ছাত্রীর লাশ নরসিংদী জেলা হাসপাতাল থেকে তার গ্রামের বাড়ি পাবনার আতাইখোলা লক্ষ্মীপুরে নিয়ে যায়। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
