Logo
Logo
×

সারাদেশ

ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

Icon

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১২:২৪ পিএম

ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জয়মনিরহাটে বড়খাটামারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রাত ১টার দিকে শর্টসার্কিটের মাধ্যমে একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামক এক মহিলার বাড়িতে আগুন লাগে। তার আর্তচিৎকারে বৃদ্ধ জয়েন উদ্দিন মণ্ডল (৬০) ঘর থেকে বের হওয়ার সময় ঘরের টিনের বেড়া স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্টসার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ওসি মুহা. আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

বিদ্যুৎ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম