Logo
Logo
×

সারাদেশ

ভ্যানচালক সেজে আসামিকে ধরলেন এসআই 

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৪:৪৭ পিএম

ভ্যানচালক সেজে আসামিকে ধরলেন এসআই 

কুষ্টিয়ার কুমারখালীতে সিনেমা স্টাইলে ভ্যানচালক ছদ্মবেশে আরিফ কারিগর (৪৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন কুমারখালী থানার এসআই শিমুল। 

শুক্রবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আরিফ ওই এলাকার মৃত আজিজুল হক কারিগরের ছেলে। তিনি জিআর মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার আসামি। 

এসআই শিমুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানচালক সেজে একটি চায়ের দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ কারিগরকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরিফ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

কুষ্টিয়া এসআই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম