Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধু সেতু এলাকায় ৪০ কিলোমিটার যানজট

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৩:৩৬ এএম

বঙ্গবন্ধু সেতু এলাকায় ৪০ কিলোমিটার যানজট

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সেতু পারাপার ব্যাহত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু পূর্ব সেতুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এ ছাড়া সেতুতে টোল আদায় বন্ধ থাকায় পূর্ব পাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

দিবাগত রাত থেকে সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ ছিল বেশি। পুলিশের তৎপরতায় ধীরে ধীরে গাড়িগুলো ছাড়া হচ্ছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২৫ মিনিটের পথ পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানান ভুক্তভোগী যাত্রীরা।

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম