Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর কারাগারের নতুন জেলার রিতেশ চাকমা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৫:০৯ এএম

কাশিমপুর কারাগারের নতুন জেলার রিতেশ চাকমা

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর নতুন জেলার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিতেশ চাকমা।

রোববার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সঙ্গে কারাগারের ভেতরে নারীসঙ্গের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার ১-এর  সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া একই ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার ১-এর  ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছিল।

গাজীপুর কাশিমপুর কারাগার জেলার নতুন রীতেশ চাকমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম