Logo
Logo
×

সারাদেশ

ভিপি নূরের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০২:০৬ পিএম

ভিপি নূরের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূরের বড়বোন মিনারা বেগমের (মিনি) শ্বশুরের মামলায় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিব হাওলাদার গ্রেফতার হন।

তাকে গ্রেফতারের প্রতিবাদে ভিপি নূরের বিচার দাবিতে বৃহস্পতিবার দশমিনা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মাদ্রাসার শিক্ষক ও আউলিয়াপুর এলাকাবাসী এবং মসজিদের মুসল্লিরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ভিপি নূরুল হক নূরের বড়বোন মিনারা বেগমের (মিনি) শ্বশুর উপজেলার আউলিয়াপুর এলাকার বাসিন্দা আ. রাজ্জাক হাওলাদার (৬০) বাদী হয়ে ২৫ জানুয়ারি রাতে দশমিনা থানায় জমি নিয়ে বিরোধে একটি মামলা দায়ের করেন।

মামলায় আউলিয়াপুর ইউনুস হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম ও আউলিয়াপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিব হাওলাদারসহ ৫ জনকে আসামি করা হয়। 

মামলা দায়েরের সময় নূরের বাবা ইব্রাহিম হাওলাদার বাদীর সঙ্গে থানায় উপস্থিত ছিলেন। মামলা দায়েরের পর মাওলানা হাবিব হাওলাদারকে বুধবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ইমামকে গ্রেফতারের খবর জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও মসজিদের মুসল্লিসহ শতাধিক লোক দশমিনা উপজেলা পরিষদের সামনে গ্রেফতারকৃত ইমামকে মুক্তি ও সাবেক ভিপি নূরের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন। 

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর  বলেন, একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমার বোনের স্বামী-শ্বশুরের সঙ্গে তাদের আত্মীয়স্বজনের জমিজমা নিয়ে বিরোধে মামলা হয়েছে। সেখানে আমি কোনোভাবেই জড়িত নই। 

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, মামলা তার নিজস্ব গতিতে চলবে, এখানে কারও প্রভাবে কাজ হবে না।

ঢাবি ভিপি নূর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম