Logo
Logo
×

সারাদেশ

বরুড়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ০৪:৫৩ পিএম

বরুড়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষ

কুমিল্লা

কুমিল্লার বরুড়া পৌরসভা  নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল বনাম নৌকা প্রতীকের প্রার্থী বকতার হোসেনের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণসহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হন।

বৃহস্পতিবার দুপুরে পৌর সদর বাজারের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল সমর্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে গণসংযোগে বের হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল জানান, আমরা গণসংযোগে বের হলে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী বকতার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, জেল থেকে বের হয়ে মিয়া কামরুল পৌর এলাকায় মিছিল করে আতঙ্ক ছড়ায় এবং আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

উল্লেখ্য, বরুড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বকতার হোসেন, দলের বিদ্রোহী প্রার্থী মিয়া কামরুল এবং বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারি। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই তিন প্রার্থীর সমথর্কদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে।

এ বিষয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা তৎপর আছি, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কুমিল্লা আওয়ামীলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম