দুই দিনব্যাপী বিশ্ব পাগল মেলা
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ০৩:১০ পিএম
নারায়নগঞ্জ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকোট মানবকল্যাণ দরবার শরিফের অষ্টম বর্ষপূর্তি ও দয়াল নুরুল ইসলাম সুজনের পদচারণা উপলক্ষে খাজা ওয়ায়েস আল ক্বরণী স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শেখেরহাট গ্রামে গত বুধবার ও বৃহস্পতিবার ২ দিনব্যাপী বিশ্ব পাগল মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্বকোট মানবকল্যাণ দরবার শরিফের প্রতিষ্ঠাতা দয়াল নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে দয়াল নুরুল ইসলাম সুজনের আশেকান ও ভক্ত এমরান হোসেন ভূঁইয়া কমলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বকুল হোসেন ভূঁইয়া, হাজী সুলতান প্রমুখ। অনুষ্ঠানে বিশ্বকোট মানবকল্যাণ দরবার শরিফের বিভিন্ন ভক্তসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিশ্বকোট মানবকল্যাণ দরবার শরিফের প্রতিষ্ঠাতা দয়াল নুরুল ইসলাম সুজনের আশেকান ও ভক্ত এমরান হোসেন ভূঁইয়া কমলের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শেখেরহাট গ্রামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্ব পাগল মেলা।
