|
ফলো করুন |
|
|---|---|
‘বিষ দিন অথবা পরীক্ষা নিন’ এমন প্ল্যাকার্ড হাতেই চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থীরা।
দ্রুত পরীক্ষার দাবিতে রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে ‘হতাশা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মার্চের মধ্যে পরীক্ষা নিন’ এমন প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে।
এ সময় সাংস্কৃতিক জোটের সভাপতি মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, আপনারা শিক্ষকরা প্রশাসনে থাকার পরেও আমাদের রাস্তায় নামতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের কিছু নেই। আপনারা বলেন আপনারা আমাদের পিতৃতুল্য কিন্তু আপনাদের কথার মতো কোনো কাজ আমরা দেখি না। আপনারা আমাদের নিয়ে ভাবেন না। যদি ভাবতেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও পরীক্ষা নিতেন। আপনাদের নিয়োগ বাণিজ্য তো থেমে নেই, সিনেট অধিবেশন থেমে নেই, কার্যবিধি থেমে নেই- তাহলে আমার পরীক্ষা কেন থেমে আছে? আপনাদের যে সংকীর্ণতা তা পরিহার করে শিক্ষার্থীদের কথা ভাবুন। আমরা বাঁচলে রাষ্ট্র বাঁচবে, আমরা বাঁচলে আগামী ভবিষ্যৎ বাঁচবে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, সরকার বলছে তোমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়। প্রশাসন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আবার প্রশাসন বলছে আমরা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছি। এই যে সরকার ও প্রশাসনের লোফালুফি খেলা- সরকার ছুড়ে দিচ্ছে প্রশাসনের দিকে, প্রশাসন ছুড়ে দিচ্ছে সরকারের দিকে। মাঝখানে পড়ে যে আমাদের হতাশা বাড়ছে, জীবনের আশার আলো স্তিমিত হয়ে যাচ্ছে- দিনশেষে এর দায়ভার কে নেবে?
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফিসারিজ বিভাগের শিক্ষার্থী শ্যামল অধিকারী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু, ম্যাটেরিয়াল সায়েন্সের ইবরাহিম খলিল, ফোকলোর বিভাগের আভা প্রমুখ।
