জাতীয় পরিচয়পত্রে তথ্য গোপন করায় দু’ভাইয়ের নামে মামলা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৩:২৮ পিএম
আনিছুর রহমান এবং আজিজুল হক
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে আপন দু’ভাই তথ্য গোপন করে সরকারি চাকরি করার অপরাধে মামলা করেছে উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন। নাগেশ্বরী থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পূর্ব কুটির নাওডাঙ্গা আমিরটারী গ্রামের বাসিন্দা আইনুল হকের দুই ছেলে আনিছুর রহমান এবং আজিজুল হক ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতের সময় ভোটার হন। পরবর্তীতে ছোটভাই আজিজুল হক ১৪ সেপ্টেম্বর ২০১৪ সালে নিজ নামের পরিবর্তে আপন বড়ভাই আনিছুর রহমানের নাম ব্যবহার করে এবং জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটে ওয়েম্যান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে আজিজুল হক নাগেশ্বরী উপজেলা নির্বাচন অফিসে তার বড়ভাইয়ের নাম ব্যবহার করে জন্মতারিখ, শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র দিয়ে তথ্য গোপন করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন।
এই পরিপ্রেক্ষিতে তথ্য গোপন করে সরকারি চাকরিতে যোগদান এবং তৎপ্রেক্ষিতে জাতীয় পরিচয়পত্রের সংশোধনকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞ আইন অনুবিভাগের সুপারিশ ও প্রধান নির্বাচন কমিশন মামলা দায়েরের নির্দেশনা দেন।
মামলার বাদী উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২৯ জানুয়ারি নাগেশ্বরী থানায় বাদী হয়ে আজিজুল হকের নামে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারাসহ প্যানেল কোড ১৮৬০ এর ৪১৯/৪৬৮ ধারা এবং আনিছুর রহমানের বিরুদ্ধে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ধারাসহ প্যানেল কোড ১৮৬০ এর ৪১৯/৪৬৮/৩৪ ধারায় মামলা করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রওশন কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
