Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫২ পিএম

কুমিল্লায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২২ বছরে যুগান্তর অগ্রযাত্রায় অবিচল- এ স্লোগান নিয়ে কুমিল্লায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় আলোচনা সভা ও র্যা লি বের করা হয়। এতে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিক সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটার পর বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি সুমন সরকার। আরও বক্তব্য রাখেন- দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো খালেদ সাইফুল্লাহ, সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান, এসএ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মূসা, ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, কবি শাহানা হক, লেখক সাহিত্যিক মোতাহের হোসেন মাহবুব প্রমুখ। 
 

কুমিল্লা যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম